Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রুয়েটে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি রিফাত, সম্পাদক জেনন

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রাগিব শাহরিয়ার রিফাত এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী এস. এম. তাহির জামান জেনন।

গতকাল সোমবার (২৯ এপ্রিল) সংগঠনের সদ্য সাবেক সভাপতি ইফসাদ হাসান সরন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আলম ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের জন্য নির্দেশ দেন তারা।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম. মোবারক হোসাইন সাইফ, সহ-সভাপতি সাইফুল ইসলাম পাপ্পু, সহ-সভাপতি এস. এম. তৌহিদ জামান নিয়ন, সহ-সভাপতি জাহিদ হাসান রাকিব, সহ-সভাপতি বাধন দেবনাথ, সহ-সভাপতি আফরিন সুলতানা মিম, সহ-সভাপতি মোস্তাকিম আহমেদ সৈকত, সহ-সভাপতি লিহান আহমেদ, সহ-সভাপতি রাফিউল ইসলাম সান, সহ-সভাপতি রনি সরকার।

মাফুজুর রহমান ইমন/এসএ

Exit mobile version