Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আগামী সপ্তাহ থেকে জবিতে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) আগামী রবিবার থেকে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস পরীক্ষা এবং একদিন (মঙ্গলবার) অনলাইনে ক্লাস চলবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে চলমান তাপদাহে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ৫ মে( রবিবার) হতে সকাল ৮:০০ টা থেকে বেলা ২:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস পরীক্ষা চলবে।তবে ৭ মে( মঙ্গলবার) হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাস চলবে।

এছাড়াও তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মোঃ নাহিদ ইসলাম সম্রাট/এস আই আর

Exit mobile version