Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি গড়ালো ১৪ তম দিনে

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ১৪ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে এই অবস্থান কর্মসূচী। শিক্ষক সমিতির সাধারন সভায় যে ঘোষনা হয়েছে তার ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।

তিনি আরও জানান, গতকাল সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। যদি এই বিষয়টি অনতিবিলম্বে সুরাহা না হয় তাহলে শিক্ষক সমিতি আরো কঠোর কর্মসূচী দিবে এবং বাস্তবায়ন করবে। এই সন্ত্রাসী কর্মকান্ডের সুরাহা না হয়ে যদি ক্যাম্পাস খুলে, এর চেয়ে বড় সন্ত্রাসী হামলা যে হবে না এর নিশ্চয়তা নেই। তাই, আমরা চাই এই উপাচার্যের পদত্যাগ ও সুষ্ঠু শিক্ষা কার্যক্রম।

উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত সোমবার (৬ মে) থেকে অবস্থান কর্মসূচি পালন করছে কুবি শিক্ষক সমিতি।

আবু হানিফ/এস আই আর

Exit mobile version