Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গুচ্ছের অধীনে ইবিতে প্রথম মেরিটে বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি শুরু

ইবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম মেরিটে বিষয় প্রাপ্তদের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২টা থেকে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থীদের বুধবার (৫ জুন) দুপুর ১২ টা হতে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা জমা দিতে হবে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টা হতে আগামী শনিবার (৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ, বি ও সি’ ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে ভর্তিচ্ছুদের এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র এ-ফোর সাইজের খামের উপর শিক্ষার্থীর নাম ও জিএসটি রোল স্পষ্টাক্ষরে লিখে জমা দিতে হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

রবিউল আলম/এস আই আর

Exit mobile version