Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মুম্বাইয়ে পৌঁছেছে কুবির হাল্ট প্রাইজের টিম ‘ইকো ব্যান্ড’

কুবি প্রতিনিধি: আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজের’ সেমিফাইনালে অংশ নিতে মুম্বাইয়ের সামিটে অংশগ্রহণ করতে পৌঁছেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) টিম ‘ইকো ব্যান্ড’। শুক্রবার (৭ জুন) ইকো ব্যান্ড টিমের লিডার অর্পিতা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অন ক্যাম্পাস প্রোগ্রামের পর রিজিওনালে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত টিমের মেম্বাররা। ইকো ব্যান্ড টিমের আইডিয়া হলো ব্যান্ডেজ নিয়ে।
এই ব্যান্ডেজ পরিবেশবান্ধব। অর্থাৎ এটি ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে একই সাথে মাটিতে মিশে যাবে। ব্যান্ডেজগুলোর মধ্যে ৩ টি ধরন আছে। এর মধ্যে একটি হলো ‘ব্লোজম’ ব্যান্ডেজ। এই ব্যান্ডেজ থেকে বাঁশ গাছ উৎপন্ন হবে। অন্য ২ ধরনের ব্যান্ডেজ হলো ‘চারকোল ব্যান্ডেজ’ ও ‘কম্পোস্টেবল ব্যান্ডেজ’।

টিম ইকো ব্যান্ডের লিডার অর্পিতা চৌধুরী বলেন, ‘আমরা প্রথমে অন ক্যাম্পাস প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করি এরই ধারাবাহিকতায় এখন গ্লোবাল সামিটে অংশগ্রহণের জন্য মুম্বাই- এ অবস্থান করছি। আমাদের দুই দিনের অনুষ্ঠান, যেখানে আমরা একদিন এসডিএ বকনে এশিয়া সেন্টারে ও আরেকদিন ইন্ডিয়ার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের ও দেশের নাম উজ্জ্বল করে ঘরে ফিরব। আমাদের জন্য সবার দোয়া কামনা করছি।’

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের টিমের সাথে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া কবির। এই বিষয় সুমাইয়া কবির বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের টিম মুম্বাইয়ের সুমিটের জন্য মনোনীত হয়েছিল। এবং সুমিটে অংশগ্রহণ করতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমিসহ আমাদের টিম ৬ জুন মুম্বাই এসে পৌছিয়েছি।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২৪ এ বিশ্বের ১০০টির অধিক দেশের ১০ হাজারটি দল থেকে মাত্র ৩৬০টি দল এই রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে জায়গা করে নেয় ‘টিম ইকো ব্যান্ড’।

আবু হানিফ/এস আই আর

Exit mobile version