Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

রাবি প্রতিনিধি: বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার (১জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ভর্তি কার্যক্রম পুনরায় শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে, সর্বজনীন পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রোববার (৩০ জুন) পূর্ণদিবস কর্মবিরতি এবং বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ কর্মসূচি থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১লা জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। এসম্পর্কিত রাবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার (১লা জুলাই) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি কর্মসূচিতে সকল বিভগ/ইনস্টিটিউটের নিয়মিত ব্যাচের পাশাপাশি অনলাইন, সান্ধ্যকালীন, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস ও সবধরণের লিখিত, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষা বন্ধ থাকবে; বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ থাকবে; একাডেমিক ও পরিকল্পনা কমিটি, প্রশ্নপত্র সমন্বয় ও অন্যান্য সভা বন্ধ; ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল কার্যক্রম বন্ধ ছাড়াও কোন সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না; দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

Exit mobile version