রাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগে হঠাৎ মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বভিন্ন হল থেকে হঠাৎ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জড়ো হতে থাকেন তারা। পরে দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রধান ফটকটির তালাবদ্ধ থাকলে সেটি ভেঙে বাইরে আসেন আন্দোলনেকারীরা। মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে সরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
মিছিলরত অনেকের হাতে দেখা গেছে জাতীয় পতাকা। ছাত্র সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যম্পাস।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমাদের খুবই হতাশ করেছে। তারই প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে।
মাফুজুর রহমান ইমন/এস আই আর