Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাবি শিক্ষার্থীদের সাথে স্কুল-কলেজ শিক্ষার্থীদের সংহতি

জাবি শিক্ষার্থীদের সাথে স্কুল-কলেজ শিক্ষার্থীদের সংহতি

ছবি: জনতার বার্তা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাহাঙ্গীরনগরে এসে আন্দোলনে যোগ দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দুইটায় তারা বিভিন্ন স্কুল-কলেজ থেকে এসে আন্দোলনে যোগ দেয়। এসময় তাদের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে আন্দোলন করতে দেখা যায়। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জাহাঙ্গীরনগরে চলমান আন্দোলনে যোগ দেয়।

এসময় তাদেরকে ’আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না,’ ’কোটা না মেধা, মেধা মেধা,’ ’আমার ভাই আহত কেন? জবাব চাই দিতে হবে।

আন্দোলনে যোগদানের বিষয়ে শিক্ষার্থীরা জানান, ’নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করা একটি গণতান্ত্রিক চর্চা কিন্তু সরকার দলীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় দিয়েছে। গতকাল রাতেও তারা পুলিশের সহযোগিতায় জাহাঙ্গীরনগরে হামলা চালিয়েছে। এজন্য আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাই-বোনদের পাশে দাঁড়াতে আমরা এসেছি।’

মোঃ মেহেদী হাসান/এস আই আর

Exit mobile version