Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কোটা আন্দোলনকারিদের ধাওয়ায় রাবি ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ

কোটা আন্দোলনকারিদের ধাওয়ায় রাবি ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ

ছবি: জনতার বার্তা

রাবি প্রতিনিধি: ধাওয়া করে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রন নিয়েছে কোটা আন্দোলনকারীরা। বিকেলে তাদের প্রতিরোধে হলে হলে তালা ঝুলিয়ে মাদারবক্স হলের সামনে অবস্থান নেয় সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব সহ নেতা-কর্মীরা।

এসময় জোহা হল, আমীর আলী হল, আব্দুল লতিফ হলের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে বের হয়ে ছাত্রলীগকে ধাওয়া করে। এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা পালিয়ে যায়।

পরে কোটা আন্দোলনকারীরা এসময় বঙ্গবন্ধু হলে গিয়ে ছাত্রলীগের ১৫ থেকে ২০ টি মোটরসাইকেলে আগুন দেয়। এসময় আন্দোলনকারীরা হল প্রভোস্টের কক্ষ ভাংচুর করে। ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবের কক্ষসহ ২২১ নম্বর থেকে ২৩২ নম্বর কক্ষ পর্যন্ত মোট ১১ টি কক্ষ ভাংচুর করে। এসময় ছাত্রলীগ সভাপতি প্রায় ৩০ জন কর্মীকে নিয়ে বঙ্গবন্ধু হলের ছাদে আশ্রয় নেয়। পরে কোটা আন্দোলনকারি শিক্ষার্থীরা প্যারিস রোডে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

Exit mobile version