Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে প্রতিবাদের গ্রাফিতি

নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে প্রতিবাদের গ্রাফিতি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকে কর্মসূচি পালন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বিনাঅপরাধে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ২য় ফটকের সামনে এবং সীমানা প্রাচীরে নানা গ্রাফিতির মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় গ্রাফিতি অংকনকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের বাঁধার সম্মুখীন হন বলেও জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘১৯৫২ সাল থেকে ১৯৭১ বা যেকোনো আন্দোলনেই অত্যাচার, গুম, খুন করে শিক্ষার্থীদের দমন করা যায়নি। এবারও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। সারা দেশে চলমান বর্বরতার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি।’

এদিন দেশব্যাপী আন্দোলতরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আটককৃত সমন্বয়কদের ডিবি কার্যালয় থেকে দেয়া বিবৃতি এবং প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাকে প্রত্যাখ্যান করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাল প্রোফাইল পিকচারের বন্যা।

মোঃ সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version