Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ, পুলিশের ব্যাপক উপস্থিতি

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ, পুলিশের ব্যাপক উপস্থিতি

ছবি: জনতার বার্তা

রাবিপ্রবি প্রতিনিধি: চলমান শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন, গণগ্রেপ্তার ও মৃতদের সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ ৩ আগস্ট (শনিবার) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে ৮টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এমসয় রাবিপ্রবিয়ানদের স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশ। নানা স্লোগান আর পোস্টার প্রর্দশনের পরে তারা মূল ফটকে দাঁড়িয়ে গ্রেপ্তার,হয়রানির প্রতিবাদ জানায়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে গিয়াস উদ্দিন ও আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেফতার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। সকল হত্যার বিচার চাই। জেলে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধ চাই। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়াল লিখন করতে দেখা যায়।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে কোন ধরণের সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিজিবিকেও শহরে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়।

এস আই আর

Exit mobile version