Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে অব্যাহতি পেলেন যারা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়, পদত্যাগ ও অন্যান্য প্রাসঙ্গিক কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বভার গ্রহণ করা হয়েছে।

৭ আগষ্ট (বুধবার) প্রকাশিত অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রফেসর ড. মুশাররাত শবনম কলা অনুষদের ডিন পদ থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি পেয়েছেন।

প্রক্টর পদ থেকে অব্যাহতি পেয়েছেন জনাব সঞ্জয় কুমার মুখার্জী। একই সাথে, জনাব মাসুম হাওলাদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নিয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এই পরিবর্তনগুলি উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে কার্যকর হয়েছে। রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয় ৭ আগষ্ট বুধবার সন্ধ্যায়।

সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version