Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক পদে নতুন মুখ

নজরুল বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক পদে নতুন মুখ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও প্রভোস্ট সহ বিভিন্ন বিভাগ অনুষদে নতুন দায়িত্ব বণ্টনের আদেশ জারি করা হয়েছে। রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও মার্কেটিং বিভাগ সহ প্রক্টর ও বঙ্গবন্ধু হল প্রভোস্টের নতুন দায়িত্ব বণ্টন করা হয়।

৭ আগস্ট (বুধবার) প্রকাশিত অফিস আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে কলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিনকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে নিযুক্ত করা হয়েছে।

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মোমেনকে বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত হয়েছেন সিএসই বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হবেন হলটির সিনিয়র হাউজ টিউটর মো. রাকিবুল ইসলাম, সহকারি অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিযুক্তগণ সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এই আদেশ পত্র ইস্যুর তারিখ হতে কার্যকর হবে বলে জানানো হয়।

এমএ

Exit mobile version