Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মার্কেটিং ছেড়ে অর্থনীতি, ৩ বিভাগের প্রধান নজরুল বিশ্ববিদ্যালয় ভিসি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান থেকে অব্যাহতি নিয়ে নতুন করে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়েছেন। অর্থনীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা, নতুন চালু হওয়া ইতিহাস বিভাগসহ এখন পর্যন্ত তিনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে উপবিষ্ট আছেন তিনি।

৭ আগস্ট (বুধবার) প্রকাশিত অফিস আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নিয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, এই পরিবর্তন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের নিজের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে। রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয় ৭ আগস্ট, বুধবার সন্ধ্যায়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি প্রতি বিভাগের সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এই আদেশপত্র ইস্যুর তারিখ হতে কার্যকর হবে বলে জানানো হয়।

এছাড়া এদিন একই আদেশে ডিন, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ বেশকিছু গুরত্বপুর্ণ পদ থেকে অনেককে অব্যাহতি এবং নতুন মুখ নিযুক্ত করা হয়।

সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version