Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সহিংসতা প্রতিরোধে নিপীড়িত মানুষের পাশে যবিপ্রবি শিক্ষার্থীরা

সহিংসতা প্রতিরোধে নিপীড়িত মানুষের পাশে যবিপ্রবি শিক্ষার্থীরা

সহিংসতা প্রতিরোধে নিপীড়িত মানুষের পাশে যবিপ্রবি শিক্ষার্থীরা। ছবি: জনতার বার্তা

যবিপ্রবি প্রতিনিধি: দেশব্যাপী চলমান সহিংসতা,হামলা, ভাংচুর ও ডাকাতি প্রতিরোধে কাজ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা। দেশের সার্বিক নিরাপত্তার কাজে বাংলাদেশ পুলিশ না ফেরা পর্যন্ত এসকল কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

জানা যায়, গত ৫ আগস্ট বিকাল থেকে সারাদেশে বিভিন্ন স্থাপনা, বাড়ি-ঘর, মন্দির ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসকল সহিংসতা প্রতিরোধ করতে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা একটি সমন্বয়ক দল গঠন করে। যারা যশোরের চাঁচড়া, মুরলীর মোড়, খাঁজুরা, সাজিয়ালি, চৌগাছা, ঝিকরগাছা সহ বিভিন্ন স্কুল কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী সহ সাধারণ মানুষের সাথে কথা বলছে ও সচেতনতা সৃষ্টি করছে। একইসাথে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সহিংসতা প্রতিরোধ কমিটি গঠন করেছে। যেকোনো ঘটনা ঘটলে ঐ এলাকার নিরাপত্তায় তাঁরা ভূমিকা রাখবে।

সার্বিক কার্যক্রম বিষয়ে যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো: মাসুম বিল্লাহ বলেন, সহিংসতা প্রতিরোধে বিভিন্ন এলাকা ভিত্তিক টিম তৈরি করছি। যেকোনো সময় হামলা হলে আমরা তথ্য পেলে ঐ এলাকার টিমকে পাঠিয়ে দেয়। বিভিন্ন এলাকা থেকে আমাদের ফোন আসচ্ছে, রাতে ডাকাতি হবে, টাকা না দিলে বাড়ি হামলা করবে, মন্দিরে হামলা করবে, আতংক গ্রস্ত সবাই। এসকল ঘটনায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের পাশে থাকার।

সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দান করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী ও যশোরের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি ও বাসা বাড়িতে হামলার ঘটনায় জনসচেতনতামূলক মাইকিং করছি আমরা। বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশের জনগণের সার্বিক নিরাপত্তার কাজে না ফেরা পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিনদিন যাবত যশোর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে এসব বিষয়ে জনসংযোগ করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা।

সেফা খানম/এমএ

Exit mobile version