Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভিসির পর এবার নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভিসি সৌমিত্র শেখরের পর এবার দাবির মুখে পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান।

১৪ আগস্ট, বুধবার তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব বরাবর জমা দেওয়া পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তার এই সিদ্ধান্তের কথা জানান।

ড. আতাউর রহমান ২০২৩ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেন। এর আগে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন এবং আল্টিমেটামের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে ড. সৌমিত্র শেখর উল্লেখ করেন, “ব্যক্তিগত কারণে আমি ১৪ আগষ্ট ২০২৪ তারিখ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করছি।”

মোঃ সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version