Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন

নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নির্দলীয় ও নিরপেক্ষ উপাচার্য নিয়োগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার (২৯ শে আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় শিক্ষার্থীরা বলেন,আমরা বিশ্বাস করি, ক্যাম্পাস সংস্কারে একজন নিরপেক্ষ,সৎ ও যোগ্য ভিসির বিকল্প নেই। একই সাথে দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগেরও দাবি জানাই।

তিন হাজার এর অধিক সাধারণ শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে বিকাল ৪ টায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর বরাবর স্বারকলিপি প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরু – এ- আলম এর কাছে স্বারকলিপি হস্তান্তর করা হয়।

কামরুল হাসান/এমএ

Exit mobile version