Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের ত্রান বিতরণে বিএনসিসি মহাপরিচালক

আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের ত্রান বিতরণে বিএনসিসি মহাপরিচালক

বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান। ছবি: জনতার বার্তা

নোবিপ্রবি প্রতিনিধি: আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান, এনডিসি,পিএসসি।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) ফেনীর সিলোনিয়া হাই স্কুলে বন্যাদুর্গত আশ্রয়প্রার্থীদের মাঝে ত্রান বিতরণ করে বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান, এনডিসি,পিএসসি।

এছাড়াও সাথে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল
রাশেদুল হাসান প্রিন্স,রেজিমেন্ট এডজুটেন্ট মেজর আরাফাত সহ অন্যান্য সামরিক অফিসারবৃন্দ।

এক সাক্ষাৎকারে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান বলেন, ” দেশের প্রায় কয়েক হাজার বিএনসিসি ক্যাডেট বন্যাদুর্গত এলাকাতে উদ্ধার কার্যক্রম,ত্রান বিতরণ এবং ক্যাম্পগুলোতে সেচ্ছাসেবী কার্যক্রম করে যাচ্ছে। দেশের যেকোন ক্রান্তি লগ্নে বিএনসিসি সামরিক বাহিনী গুলোর সাথে একসাথে কাজ করে দেশমাতৃকার প্রয়োজনে এগিয়ে নিয়ে যাবে। বিএনসিসি পূর্বেও দেশের ক্রান্তিকালীন সময়ে ছিলো,আছে এবং ভবিষ্যতেও থাকবে”।

সাজিদ খান/এমএ

Exit mobile version