Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সড়ক দুর্ঘটনার কবলে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস

সড়ক দুর্ঘটনার কবলে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনায় পড়ে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘নতুন পথিক’ নামক বাসটি জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আবিদা চিশতি বলেন, বাসটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে রাস্তার গর্তের কারণে একদিকে হেলে পড়ে এবং পাশের একটি লরির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের জানালার কাঁচ ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আইন ও বিচার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া মিম ও মরিয়ম মেহজাবিনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version