Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুবির প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পেলেন অধ্যাপক জাকির ছায়াদউল্লাহ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমসহ সকল প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

রবিবার (০১ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা আজ (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন এবং অধ্যাপকদের নিয়ে আলোচনার মাধ্যমে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে সার্বিক বিষয়গুলো দেখবেন।’

কী কী দায়িত্ব বা কাজ করবেন এই বিষয় রেজিস্ট্রার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমানে চলমান সকল কাজগুলো তিনি দেখবেন। চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেতন-ভাতা, সরকারি গবেষণার অগ্রগতি, সেমিস্টার ফাইনালের রেজাল্টশীটে সাক্ষরসহ যাবতীয় কাজ ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান করতে পারবেন।’

উল্লেখ্য, গত ১৯ আগস্ট উপাচার্য, ২৮ আগস্ট উপ-উপাচার্য পদত্যাগ করেন এবং গত ০৪ জুলাই কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়েছে।

আবু হানিফ/এস আই আর

Exit mobile version