Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ।

সোমবার ( ৩ সেপ্টেম্বর) মোঃ মজিবর রহমান ডেপুটি রেজিস্ট্রার ( সংস্থাপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিগত ২৯ আগষ্ট ,২০২৪ তারিখের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের অত্র বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দের সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ সাময়িকভাবে জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন ।

দায়িত্ব পাওয়ার পর হাবিপ্রবি এই অধ্যাপক বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। করোনা কালীন এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে। আমরা কীভাবে তাঁদের এই সময় গুলো পূরণ করব সেই বিষয়ে চিন্তা করব। সকল অনুষদের ডীন এবং বিভাগের চেয়ারম্যানদের সাথে আলোচনা করে একাডেমিক বিশৃঙ্খল অবস্থা থেকে একটি সুশৃঙ্খল অবস্থায় আনতে যথেষ্ট চেষ্টা করে যাবো।

কামরুল হাসান/এস আই আর

Exit mobile version