Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুবিতে অনুষ্ঠিত হবে কাওয়ালী আসর 

ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুবিতে অনুষ্ঠিত হবে কাওয়ালী আসর 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাওয়ালী সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ।

আগামী ০৮ সেপ্টেম্বর সন্ধায় কুবির মুক্তমঞ্চে এই কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন, থিয়েটার কুবির শিল্পীদের উদ্যোগেএই আয়োজন পরিচালিত হবে বলে জানা গেছে। 

এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে গণ-আত্বার কবিতা, দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা বাস্তবায়ন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা। এই আয়োজনের মধ্য দিয়ে এই প্রজন্ম শহীদের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা চালাবেন বলে আমার বিশ্বাস।’

আবু হানিফ/এস আই আর

Exit mobile version