Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

যবিপ্রবি শিক্ষার্থীদের মারধরকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

যবিপ্রবি শিক্ষার্থীদের মারধরকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল

ছবি: জনতার বার্তা

যবিপ্রবি প্রতিনিধি: টিউশনির টাকা চাওয়ায় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১:৪০ টায় প্রশাসনিক ভবনের নিচ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে আবার প্রশাসনিক ভবনের নিচে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, “নেছার তার টিউশনের বকেয়া টাকা চাইতে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তার স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি করছি।”

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ নেছার উদ্দিন ও তার বন্ধু শান্ত টিউশনের টাকা নিতে গেলে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হয় এবং পরবর্তীতে তাদের ওপর হামলা করা হয়। হামলায় শেখ নেছার, তার স্ত্রী এবং অন্য বন্ধুরা আহত হন। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের উদ্ধার করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অপরাধীকে দ্রুত শনাক্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবী তুলেন। তারা আরো বলেন, এই ধরনের ঘটনা যেন আর কোনো শিক্ষার্থীর সাথে না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, ভুক্তভোগী শেখ নেছার উদ্দিনসহ পাঁচ শিক্ষার্থীকে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর শহরস্থ কাঠালতলায় টিউশনের টাকা চাইতে গেলে বহিরাগত কিছু সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। শেখ নেছার উদ্দিন এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন এবং পুলিশ একজনকে আটক করেছে।

সেফা খানম/এস আই আর

Exit mobile version