Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নোবিপ্রবির ফার্মেসী বিভাগে পিএইচডি কার্যক্রম চালু

নোবিপ্রবির ফার্মেসী বিভাগে পিএইচডি কার্যক্রম চালু

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগে আনুষ্ঠানিকভাবে পিএইচডি কর্মসূচি চালু হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় পিইচডি তত্ত্বাবধায়ক হিসেবে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও একই বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

পিএইচডি শিক্ষার্থীরা হলেন: নোবিপ্রবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছারোয়ার উদ্দিন ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহ্মুদা ফেরদৌস এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী মো: মাহবুব মোর্শেদ।

আবদুল্লাহ আল মামুন/এমএ

Exit mobile version