Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কাওয়ালী সন্ধ্যার আমেজ নোবিপ্রবিতে

কাওয়ালী সন্ধ্যার আমেজ নোবিপ্রবিতে

ছবি: জনতার বার্তা

নোবিপ্রবি প্রতিনিধি: বন্যার্তদের পুনর্বাসনের জন্য অর্থ সংগ্রহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২৪ এর মঞ্চের উদ্যোগে শানে মোস্তফা (সাঃ) ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ই সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এটিই নোবিপ্রবির ইতিহাসে প্রথম কাওয়ালী সন্ধ্যা।

আয়োজনের শুরুতে ২৪ এর মঞ্চে উদ্যোগে বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্যাতিত এবং নিপীড়িত আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এতে অংশ নেওয়া জুনাইদুল হক বলেন , ক্যাম্পাস জীবনে এই প্রথম এরকম অনুষ্ঠান উপভোগ করলাম যা আমাদের মানসিকভাবে উজ্জীবিত করেছে। আমরা আমাদের শহীদ ভাই বোনদের আত্মত্যাগের কথা কখনো ভুলতে পারবনা।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি নোবিপ্রবিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

পরবর্তীতে বৃষ্টির জন্য অনুষ্ঠানটি নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে স্থান্তারিত হয় এবং রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবহনে শহরে পৌঁছে দেওয়া হয়।

সাজিদ খান/এস আই আর

Exit mobile version