হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আবু সাঈদ লিয়ন,তরিকুল ইসলাম,এস.আই.শাহিন,
মোঃ জহির রায়হান, রকিব মাসুদ, আল মেহরাজ শাহরীয়ার মিথুন, আব্দুর মুনঈম, মিশু আলি সুহাস,
আব্দুর রফিক,
ফিহাদুর রহমান দিবস,
সজিব আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই আহত পরিবারের সদস্যদের প্রশ্ন নেওয়া হয় । এরপর শিক্ষার্থীদের থেকে প্রশ্ন নেওয়া হয়। শিক্ষার্থীরা এসময় নিজ বিশ্ববিদ্যালয় এবং দেশ সংস্কার বিষয়ক প্রশ্ন এবং মতামত তুলে ধরেন।
রংপুর অঞ্চলের বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা বুঝি অনেক তা বুঝে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ ই আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। বর্তমান সময়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কী চায়, বাংলাদেশ নিয়ে তাদের কী পরিকল্পনা রয়েছে, ছাত্রসমাজকে নিয়ে কী পরিকল্পনা এসব বিষয় সুস্পষ্ট না হওয়ায় কারণে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী আরো বলেন, আমাদের বর্তমান লড়াই হল রাষ্ট্র সংস্থার করা। রাষ্ট্রের যে কাঠামো ৫৩ বছরে গড়ে উঠেছে সেই কাঠামোর সংস্কার আমরা চাচ্ছি। ছাত্রসমাজের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই আমরা এই সংস্কার করতে পারবো।
তিনি আরো বলেন, আমরা সবাই ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখব দলমত নির্বিশেষে। আমরা যদি ব্যর্থ হই তাহলে পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।
বক্তব্যের শেষে এই সমন্বয়ক রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার এবং গ্রুপিংয়ের উর্ধ্বে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান
কামরুল হাসান/এস আই আর