Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

অধ্যাপক সাইফুল নজরুল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম তাঁর দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নীতিমালা অনুযায়ী সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম তাঁর একাডেমিক যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিত। তিনি এর আগে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি শিক্ষার্থীদের আবাসিক সুবিধা, শৃঙ্খলা, এবং হলের সার্বিক পরিবেশ উন্নয়নের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করছে শিক্ষার্থীরা।

মো. সাইফুল ইসলাম

Exit mobile version