Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা

ছবি: জনতার বার্তা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করেছে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে নজরুলের বিদ্রোহী চেতনার গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়াও কাওয়ালী পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘রূহানী রঙ’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি ড. শফিকুল ইসলাম। ড. ইমদাদুল হুদা তার বক্তব্যে বলেন, “সংস্কৃতির এমন সুস্থধারা আমাদের আরও বেশি করে লালন করা উচিত। শিক্ষার্থীরা যে অসাধারণ উদ্যোগ নিয়েছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। শহীদদের স্মরণ আমাদের দেশের প্রয়োজনে একসঙ্গে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করে।”

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের গ্যাজেট স্বীকৃতি প্রদানের দাবিও তুলে ধরেন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ও কাওয়ালী শিল্পী মরহুম সালমান আজাদীকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করা হয়।

শিক্ষার্থী শাকিল আহমেদ, যিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, বলেন, “দীর্ঘদিন পর আমরা এমন একটি স্বাধীন সাংস্কৃতিক আয়োজন করতে পেরেছি। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি, যেখানে দেশের সেরা কাওয়ালী শিল্পীরা অংশ নিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরাও আবৃত্তি ও বিদ্রোহী গান পরিবেশন করেছেন।”

মো. সাইফুল ইসলাম/এস আই আর

Exit mobile version