Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে রাজীব-মাসুম

কুবি প্রতিনিধি: তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মাসি বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী আল মাসুম হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘আমার উপর আস্থা রাখায় সংগঠন সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লেখক ফোরাম তারুণদের সংগঠন। আর তরুণরা সমাজের প্রাণ। সমাজ তথা দেশের সকল প্রতিকূল পরিস্থিতিতে তরুণরা সবার আগে সামনে অগ্রসর হয়। আর লেখালেখির মাধ্যমে দেশের সবকিছু তরুণদের কলমে ফুটে ওঠে পত্রিকার পাতায়। সমাজকে সামনের দিকে অগ্রসর করতে তরুণ লেখকদের বিকল্প নেই। এ বছর একটি নতুন কার্য পরিকল্পনা কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিয়েছি। নতুন কার্য পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকরা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমি আশাবাদী।’

সাধারণ সম্পাদক আল মাসুম হোসেন বলেন,
কুবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আসা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যারা আমার উপর আস্থা রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আস্থার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। আমাদের কুবি শাখার সোনালী অতীত রয়েছে। সেই অতীতকে লালন করে উদ্যম গতিতে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিবো।’

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আবু হানিফ/এস আই আর

Exit mobile version