Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ববিতে “দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা”

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ববিতে "দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা"

ছবি: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জনতার বার্তা

ববি প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ববিতে আয়োজিত হলো “দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা” অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ববির মুক্তমঞ্ছে শুরু হয় এ অনুষ্ঠান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বানে দ্রোহের গান করছে কলরব।

অনুষ্ঠানে বরিশালের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। দর্শকরা জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের ইসলামিক অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর অনুষ্ঠান চলতেছে,দেখে খুবই ভালো লাগতেছে। 

আয়োজকদের মাঝে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন,বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্র হলেও বিগত বছরগুলোতে ইসলামপন্থীরা বৈষম্যের স্বীকার হয়েছে। বিগত দিনে ইসলাম কেন্দ্রীক কোনো অনুষ্ঠানই কোনো বিশ্ববিদ্যালয়ে করতে দিতো না। ২৪ এর বিপ্লবে যেসকল আমার ভাই-বোনেরা বৈষম্য দূর করতে গিয়ে জীবন দিয়েছে তাদের স্বরণে আমরা মুক্ত ক্যাম্পাসে, সমতার ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ‘দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা’ নামে যে সুস্থ,সুন্দর ও ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা  আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ও মুক্ত চর্চার পূর্ণতা দিতে চাই।

সাইফুল/এমএ

Exit mobile version