Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাবিপ্রবিতে আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ‍্যাপ্টারের উদ্বোধন

হাবিপ্রবিতে আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ‍্যাপ্টারের উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ে (হাবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ‍্যাপ্টারের উদ্বোধন হয়েছে। একই সাথে এর আংশিক কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কম্পিউটার প্রকৌশল অনুষদে আইইইই কম্পিউটার সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু।

উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আবু লায়েক সংক্ষিপ্ত উপস্থাপনায় আইইইই কম্পিউটার সোসাইটির সুযোগ সুবিধা, উচ্চশিক্ষার জন্য এর অবদান ইত্যাদি তুলে ধরেন। এরপর তিনি এর আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসাইন এবং চেয়ারপার্সন হিসেবে মোঃ আশিকুল তারেক টিটু।

এছাড়াও ভাইস চেয়ার (একটিভিটি) পদে মোঃ নাফিউল হোসাইন আকাশ এবং ভাইস চেয়ার (টেকনিক্যাল) পদে চঞ্চল কুমার মোদক রয়েছেন।

উক্ত কমিটিতে সম্পাদক হিসেবে রবিনুল হক রবিন, সহ সম্পাদক পদে মোছাঃ হাসনা নওশীন নিপু এবং কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান এর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রযুক্তিগত পেশাদার সংস্থা IEEE (Institute of Electrical and Electronics Engineers) সদস্যরা গ্লোবাল কমিউনিটিকে গবেষণা, প্রকাশনা, প্রযুক্তির মান এবং পেশাগত ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অনুপ্রাণিত করে।

কামরুল হাসান/এস আই আর

Exit mobile version