Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ববির প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক ড. শুচিতা শারমিন

ববির প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক ড. শুচিতা শারমিন

অধ্যাপক ড. শুচিতা শারমিন

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী  উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শুচিতা শারমিন।সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনকে নিয়োগ করা হল।উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে বলে উল্লেখ করা হয়।

ড. শুচিতা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। এখানে তিনি 2003 সালে একজন প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং ধীরে ধীরে একজন সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসাবে উন্নীত হন। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তিনি EPFL, সুইজারল্যান্ড এবং IISc বেঙ্গালুরু, ভারতের দ্বারা যৌথভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে উন্নত গবেষণার একটি প্রশংসাপত্রও পেয়েছেন। তার প্রকাশিত 45টিরও বেশি নিবন্ধ এবং 3টি বই রয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের চাপের মুখে পড়ে পদত্যাগ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

সাইফুল/এস আই আর

Exit mobile version