Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আতিয়া শারমিলা আঁখি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শ্রাবনী রাণী সরকার , সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সিয়াম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু জাহিদ মল্লিক, অর্থ সম্পাদক হিসেবে সাফায়েত আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান রনি, উপ-দপ্তর সম্পাদক হিসেবে রাকিবুল হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মারজিয়া আক্তার যুঁথি, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল সিফাত, প্রচার সম্পাদক হিসেবে মো. মোমিন ইসলাম (সবুজ), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আনারুল ইসলাম, সম্পাদকীয় পর্ষদ হিসেবে সুমাইয়া শারমীন শিমু ও আমিরুল ইসলাম বাপন এবং কার্যকরী সদস্য হিসেবে তানভীর সরকার ও আসাদুর রহমান রবিউল দায়িত্ব পেয়েছেন।

এ সম্পর্কে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই প্রগতিশীল লেখক। তাদের লেখার মাধ্যমে দেশ ও জাতির সংকট-সম্ভাবনা উঠে আসবে বলে প্রত্যাশা করছি।

মো. সাইফুল ইসলাম

Exit mobile version