নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে নতুন ডিন নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উপাচার্যের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নিয়োগ পাওয়া তিন ডিনের মধ্যে রয়েছেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে অধ্যাপক ড. এএইচএম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদে সহযোগী অধ্যাপক ইরফান আজিজ। তারা আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সদ্য নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন বিশিষ্ট শিক্ষক। নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আমার প্রাপ্যতা বুঝে পেয়েছি। উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাই। অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি। আমার লক্ষ্য অনুষদকে এমন একটি স্থানে নিয়ে যাওয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণায় নিবেদিতপ্রাণ হবে এবং প্রকল্পভিত্তিক কাজ করবে।”
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্বগ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, “আমি আন্তরিকভাবে আমার সর্বোচ্চ প্রচেষ্টা করব যাতে বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। আমি আগেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেছি এবং এখনো একইভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করতে চাই।”
আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ইরফান আজিজ আইন ও বিচার বিভাগের শিক্ষক। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আমাকে ডিন পদে নিয়োগ প্রদান করায় আমি আনন্দিত। অতীতে নজরুল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ বারবার অমান্য করা হয়েছে, আমি নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতে তা যেন না হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় যেন প্রকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, তার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”
বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ২২(৫) ধারা অনুযায়ী এই ডিন নিয়োগগুলো সম্পন্ন করা হয়েছে। আইন অনুযায়ী সিন্ডিকেটের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। ডিনদের সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদান করা হবে।
মো. সাইফুল ইসলাম/এস আই আর