Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা

হাবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কম্পিউটার প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে “Invited Talk On AI al and XAI for solving real world problems ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড . এম জাহাঙ্গীর কবির, কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু, তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জামিল সুলতান।

উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন সংক্ষিপ্ত উপস্থাপনায় মানুষের বাস্তবিক জীবনের সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সহায়ক হতে পারে এই বিষয়ে আলোকপাত করেন।

এর আগে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। গোটা বিশ্ব যেভাবে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশকে এর সাথে সমানভাবে এগিয়ে যেতে হবে। তাই প্রযুক্তির পরিবর্তনের সাথে এই খাতের সকলকে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে।”

কামরুল হাসান/এমএ

Exit mobile version