Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাঁধন ববি ইউনিটের উপদেষ্টা ও কর্মীদের সাথে নতুন উপাচার্যের সৌজন্য সাক্ষাৎকার

বাঁধন ববি ইউনিটের উপদেষ্টা ও কর্মীদের সাথে নতুন উপাচার্যের সৌজন্য সাক্ষাৎকার

ছবি: জনতার বার্তা

ববি প্রতিনিধি: বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের শিক্ষক উপদেষ্টা ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ববির নতুন উপাচার্য ড.শুচিতা শারমিন। আজ বৃহস্পতিবার (৩রা অক্টোবর) উপাচার্যের অফিসে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়।

সাক্ষাৎকারে সংগঠন “বাঁধনের” সার্বিক পরিস্থিতি ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা করেন উপাচার্যের সাথে। এসময় উপাচার্য বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বাঁধনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন

সাক্ষাৎকারে শিক্ষক উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ উজ্জল হোসেন, ডঃ রহিমা নাসরিন, ডঃ ইসরাত জাহান লিজা ও মোঃ সিরাজিস সাদিক। আরো উপস্থিত ছিলেন বাঁধন বরিশাল জোনের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূরুল্লা সিদ্দিক, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন সহ আরো অনেকে।

সাইফুল/এমএ

Exit mobile version