Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ববি শাখা ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা

ববি শাখা ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (৮অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির পাশাপাশি দ্রুতই নতুন কমিটি করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ, ২০১৬ সালের ১৩ অক্টোবর থেকে ববি শাখা ছাত্রদলের সভাপতি রেজা শরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আল হাসিব ছিলেন। তারা দীর্ঘ ৮ বছর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আল হাসিব বর্তমানে উচ্চশিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সভাপতির আগামীর পথচলায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাইফুল/এমএ

Exit mobile version