Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাবিপ্রবিতে সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি গঠন

হাবিপ্রবিতে সনাতন বিদ্যার্থী সংসদের নতুন কমিটি গঠন

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সনাতনী শিক্ষার্থীদের বৃহৎ ধর্মচক্রের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ এর ২০২৪-২০২৫ কার্যকালের নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সজীব রায় ও সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের সোনাকান্ত রায়।

২ অক্টোবর সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তুষার রায় এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক ধনঞ্জয় কুমার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ৯৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নতুন দায়িত্ব গ্রহণের পর সভাপতি সজীব রায় বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈশ্বরের চরণে। এরপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের বিশ্বাস এবং আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাবো। অনাগত দিনগুলোতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করছি। নতুন কমিটির সকলের জন্য শুভকামনা রইল, সকলের প্রচেষ্টাতেই সংগঠনটি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা অবগত আছেন যে, গত ৩০ মে,২০২৪ তারিখের ঝড়ে আমাদের “হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দির” প্রাঙ্গণের চালগুলো ভেঙ্গে এবং উড়ে যায়, যা এখনো সংস্কার করা হয়নি। আমাদের কমিটি মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জোরালো ভূমিকা রাখবে।

কামরুল হাসান/এমএ

Exit mobile version