Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

অর্থ কেলেঙ্কারিতে ছাত্রদলের পদ হারালেন ববি নেতা মিনহাজ

অর্থ কেলেঙ্কারিতে ছাত্রদলের পদ হারালেন ববি নেতা মিনহাজ

ছবি: ছাত্রদল নেতা মিনহাজ।

ববি প্রতিনিধি: ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মামালা করবে ছাত্রদল। মামলা আসামি না দেওয়ার জন্যে অর্থ কেলেঙ্কারিতে ছাত্রদল সদস্যপদ হারালেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিনহাজ। শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছাত্রলীগের মামলায় আসামি না দেওয়ার জন্যে ববির ছাত্রলীগ কর্মী সিহাব, নাবিদ সহ অনেকের কাছে টাকা দাবি করেন মিনহাজের হয়ে তার ছোট ভাই ঢাকা ঢাবির কবি জসিমউদদীন হল ছাত্রদলের সহ ক্রিয়া সম্পাদক এমদাদ ওরফে এমদাদুল হক মিলন। এমদাদ ছাত্রলীগ কর্মীদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ভাবে যোগাযোগ করে টাকা দাবি করেন। এতথ্য চারদিকে ছড়িয়ে যাওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে মিনহাজকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সাইফুল/এমএ

Exit mobile version