Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শিশুদের পুষ্টি সচেতনতায় কাজ করছে HerUnity প্রজেক্ট

শিশুদের পুষ্টি সচেতনতায় কাজ করছে HerUnity প্রজেক্ট

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন স্কুলের শিশুদের পুষ্টি উন্নয়ন ও সচেতনতায় কাজ করছে ‘সেভ দ্যা চিলড্রেন’ এর অধীনে HerUnity প্রজেক্ট।

উক্ত প্রজেক্ট এর অধীনে দিনাজপুরের বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা সহ, কিছু দলগত কাজের মাধ্যমে তুলে ধরা হয় পুষ্টি ও পরিবেশ নিয়ে বিভিন্ন আলোচনা। 

পুষ্টি সচেতনতার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে পরিচিত হওয়া কতোটা জরুরি তা তুলে ধরেন তাদের দক্ষ ভলেন্টিয়ার দল। এছাড়াও বিভিন্ন খাদ্যের পুষ্টি  পরিচিতি তার পরিবেশগত উপকারিতা ও পুষ্টি গুনাগুন তুলে ধরা হয় কর্মশালার মাধ্যমে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালা গুলো প্রাণবন্ত হয়ে উঠে।

দিনাজপুরের HerUnity প্রজেক্টের কোর টিম মেম্বার ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মোঃ শাকিল হাসান বলেন, HerUnity থেকে আমরা দিনাজপুরের স্কুলগুলোতে গিয়ে শিশুদের পুষ্টি বিষয়ে সচেতন করার চেষ্টা করেছি যেখানে তাদের অংশগ্রহণ এবং আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। মেয়ে শিশুদের পুষ্টি প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া ছিলো আমাদের একটি অন্যতম লক্ষ্য। সজিনা গাছের পুষ্টিগুণ এবং মান সম্পর্কে সচেতনতা চালাতে গিয়ে লক্ষ্য করি, দিনাজপুরের বেশিরভাগ বাসার আঙ্গিনায় এবং আশেপাশে এই গাছটি রয়েছে; কিন্তু সচেতনতার অভাবে সেটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না; এটায় আমরা অন্যতম গুরুত্বারোপ করেছিলাম যাতে এর পাতার পুষ্টিগুণ সম্পর্কেও সকলেই জানতে পারে।আমরা আশাবাদী, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টিহীনতা থেকে রক্ষা করতে পারব।

কামরুল হাসান/এমএ

Exit mobile version