Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কুবিতে শুরু হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

কুবিতে শুরু হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মত শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতা।

এবারের হাল্ট প্রাইজ ২০২৪-২৫ প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডের কুবি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মুজাহীদুল ইসলাম চৌধুরী। 

মঙ্গলবার (৫ নভেম্বর) হাল্ট প্রাইজের অফিশিয়াল পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবনির্বাচিত ডিরেক্টর মুজাহীদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তিনি বিগত হাল্ট প্রাইজ ২০২৩-২৪ অন ক্যাম্পাস রাউন্ডের মার্কেটিং এন্ড প্রমোশন বিভগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

হাল্ট প্রাইজ ২০২৪-২৫ অন ক্যাম্পাস রাউন্ড নিয়ে মুজাহীদুল ইসলাম বলেন, “হাল্ট প্রাইজ আন্তর্জাতিক প্রতিযোগিতা টির সাথে আমার  পথচলা ২০২০ সাল থেকেই। সেবার একজন পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করি। পরবর্তীতে হাল্ট প্রাইজ ২০২৩-২৪ অন ক্যাম্পাস রাউন্ডে যদিও আনুষ্ঠানিকভাবে একটি বিভাগ অর্থাৎ মার্কেটিং ও প্রমোশন এর দায়িত্ব পালন করি কিন্তু কমিটির একজন প্রধান মেম্বার হিসেবে ডিরেক্টরের কাছ থেকে গাইডলাইন নিয়ে কাজ করার একটি সুন্দর অভিজ্ঞতা অর্জন করি। একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে কোনো সমস্যা, চ্যালেঞ্জ মোকাবেলা করার যেই অভিজ্ঞতা পেয়েছিলাম সেটিকে কাজে লাগিয়ে আরো ভালো কিছু করতে চাই, ইনশা আল্লাহ। পাশাপাশি আমি নিজে এবং পূর্বের সকল  কমিটি যে সফলতার চিহ্ন রেখেছিল তার একটি  ধারাবাহিকতা বজায় রাখতে চাই।সর্বোপরি, এই হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর জার্নিতে আমি ক্যাম্পাসের সকলের কাছে সহযোগিতা কামনা করছি।আশা করি সবার সহযোগিতায় ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আয়োজনের মধ্যে দিয়ে জার্নিটির ইতি টানতে পারবো।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে হয়ে থাকে।প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস  এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতারই একটি অংশ হলো অন ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতা।

আবু হানিফ/এমএ

Exit mobile version