Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ছবি: আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি।

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কে বি) কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কে বি কলেজ ক্যাম্পাসে নবীনবরণের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় অনুষ্ঠানে কে বি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কে বি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. সফিউদ্দিন সেখ। 

প্রধান অতিথির হিসেবে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কেবি কলেজের নতুন শিক্ষার্থীদের বলেন, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পাশাপাশি মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজ দেশের উন্নতি সাধনে ভূমিকা পালন করতে হবে। 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কলেজের ছাত্র – ছাত্রীরা।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version