Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ছবি: আবু হানিফ, জনতার বার্তা।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ বনাম কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ালো শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজওয়ানা আফরিন রুম্মার সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। 

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনসহ আরো শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমি শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। আশাকরি খেলার মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। টুর্নামেন্ট সফল ভাবে শেষ হোক এই প্রত্যাশা।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘শহিদ আব্দুল কাইয়ুম নামে এই আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এর  মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য এবং শৃঙ্খলার সাথে খেলাধুলা করবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। খেলায় হার-জিত থাকবে এটা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘এই টুর্নামেন্ট সুন্দর ভাবে আয়োজন করায় শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। সকল বিভাগ ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। গতবার নক আউট সিস্টেমে খেলা হলেও এবার গ্রুপ পর্ব সিস্টেমে খেলা দিয়েছি যেনো কারো কোন আফসোস থাকবে না। ম্যাচগুলো সুন্দরভাবে শেষ হলে একটা উপভোগ্য টুর্নামেন্ট পাব আমরা।’

আবু হানিফ/এমএ

Exit mobile version