Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি মাদককে না বলি’ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের হল ঘরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিল্পায়নের মধ্য দিয়ে দেশ যেমন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে মাদকের সমস্যাও দেশে প্রকট থেকে প্রকটতর হচ্ছে। মাদক কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে শুধু নয় বরং সামাজিক সমস্যা। এই সমস্যাকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে, মাদককে না বলতে হবে।’ মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি মাদক বিরোধী সচেতনতামূলক সভার মতো আরও অনেক কর্মসূচি ভবিষ্যতে আয়োজন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের অণুপ্রেরণা দিতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে তিনি একটি ডকুমেন্টরি প্রদর্শন করেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  মো. আজিজুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মো. সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version