Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

ছবি: সাইফুল, জনতার বার্তা

ববি প্রতিনিধি: আগামী ১ মাসের মধ্যে কমপক্ষে ২ হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবেদন পত্র দিয়েছে ববি শাখা ছাত্রদল। আবাসন নিশ্চিতের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে দ্রুত ভবন নির্মানের কাজ শুরু করতে অথবা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোনো ভবন ভাড়া নেওয়ার কথা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এই দাবি তুলে ধরেন ছাত্রদল কর্মীরা। 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার ১৩ বছরেও শিক্ষার্থীদের জন্যে যথেষ্ট আবাসিক নিশ্চিত করতে পারেন নি। আবাসিক সংকটের কারনে অধিকাংশ শিক্ষার্থীকেই বাইরে মেসে থাকতে হয় যা আর্থিকভাবে ব্যয়বহুল এবং নিরাপত্তা দিকেও ঝুকিপূর্ণ। বাইরে থাকার কারনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্যে শিক্ষার্থীদের অতিরিক্ত সময় নষ্ট হয় যা পড়ালেখার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পড়ালেখার প্রতি মনযোগ ধরে রাখার দাবি ছাত্রদলের। 

এ বিষয়ে ববির সাবেক ছাত্রী-বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্টের আমলে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়ছে না আসনসংখ্যা। ফলে সৃষ্টি হয়েছে গণরুম ও গেস্টরুম কালচার। বিশেষত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের গণরুমে কিংবা অবৈধ সীটে রেখে ক্ষমতাসীন ছাত্রসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ইতিপূর্বে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। এমনকি ছাত্রলীগের হল দখল ও শিক্ষার্থী নির্যাতনের ইতিহাস আছে। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের এভাবে ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এহেন পরিস্থিতিতে দ্রুত হল সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। যতদিন নতুন হল উদ্ভোদন না হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে আবাসন সমস্যা অস্থায়ী ভাবে সমাধান করা উচিৎ।  

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, ৪ টি হল থাকিলেও প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলে আসন পায় দ্বিতীয় বা তৃতীয় বর্ষে। আসন পাওয়ার পূর্ব পর্যন্ত বাহিরে থাকিতে হয়। শিক্ষার্থীদের এহেন ভোগান্তি থেকে অতিদ্রুত স্থায়ী সমাধান চাই। 

জুলাই আন্দোলনের সংগঠক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, বাংলা বিভাগের শিক্ষার্থী রিফাত মাহমুদ বলেন, উচ্চশিক্ষার মান বাড়াই তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির আবাসন সংকট নিরসনের বিকল্প নাই। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে সঠিক পরিকল্পনা করিয়া সেই পথে হাঁটিতে হইবে। আমরা শিক্ষার্থীদের বৈধভাবে আবাসন ও সুস্থ পরিবেশে পড়াশোনা অধিকার,  অতিদ্রুত ব্যবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে অনুরোধ করা করছি।

সাইফুল/এমএ

Exit mobile version