Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য হলেন যবিপ্রবির শিরিন

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য হলেন যবিপ্রবির শিরিন

যবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী শিরিন আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত।

বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) সচিব (যুগ্মসচিব) মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে। কমিটিতে একমাত্র শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার।

উল্লেখ্য, শিরিন আক্তার এর আগে ঢাকার বনানী আর্মি স্টেডিয়ামে ৪৬ তম বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকসে দেশের দ্রুততম নারী এ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। সামার ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ১৪ বারের মতো দেশের দ্রুততম মানবী তিনি। এছাড়াও ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ দেশসেরা অ্যাথলেট (নারী) নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন অ্যাথলেট প্রতিযোগিতায় স্বর্ণপদকও অর্জন করেছেন তিনি।

সেফা খানম/এমএ

Exit mobile version