ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য নিয়োগ প্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রাব্বানী। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছাত্র, তোমরা সাংবাদিক, তোমরাই বরিশাল বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবে তাকে অভিনন্দন জানান। ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্বিবদ্যালয়ের নানান সমস্যার কথা তুলে ধরেন। আবাসন সংকট, সেশনজট এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিই ছিলো সাক্ষাৎকারের আলোচ্য বিষয়।
সাক্ষাৎকারে ক্যাম্পাসের নানা সমস্যা সম্পর্কে প্রো-ভিসি ড. গোলাম রাব্বানী বলেন, আমি কোনো প্রয়োজনে তোমাদের সাথে আছি। আমাদের সেশনজন কমানোর জন্যে শিক্ষক নিয়োগ প্রয়োজন। শিক্ষক নিয়োগের আলোর মুখ আমরা আগামী বছরই দেখবো, এই নিয়োগ ২৫ এর পরে যাবে না। সকল সমস্যার সমাধান হবে, যেগুলো স্বল্প মেয়াদে করা সম্ভব সেগুলা দ্রুতই করে ফেলা হবে। তবে দীর্ঘ মেয়াদি কাজের জন্যে আমাদের একটু সময় প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের কাজের জন্যে একটা বড় বাজেটের দরকার, সেটির জন্যে কথাও বলা হয়েছে।
সাইফুল/এমএ