শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

জাকসু নিয়ে মতবিনিময় সভা স্থগিতের ঘটনায় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের নিন্দা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন এবং শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে সভা শুরুর পর তা স্থগিত করে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন। সভায় আলাপ চলাকালে কতিপয় শিক্ষার্থী ও সংগঠন কর্তৃক হট্টগোলে মতবিনিময় সভা বন্ধ হওয়ায় এই নিন্দা জানান তারা।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক রেজিস্ট্রার বিল্ডিং এর কাউন্সিল কক্ষে আয়োজিত এক মিটিংয়ে এ ঘটনা ঘটে।

এক যৌথ বিবৃতিতে ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ এর আহ্বায়ক ইয়াহিয়া জিসান এবং সদস্য সচিব আবু বকর আলী বলেন, “জাতীয়ভাবে নিষিদ্ধ নয় এমন সকল ছাত্রসংগঠনের উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং ক্যাম্পাসে সকল সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় শিক্ষার্থী ও সংগঠন জাহাঙ্গীরনগরে সহাবস্থান ও ছাত্ররাজনীতির গণতান্ত্রিক পরিবেশ তৈরির বিপরীতে অবস্থান করছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।”

নেতৃবৃন্দ জানায়, “সকল ধরনের দলান্ধতা, সংকীর্ণতা, ধর্মান্ধতা পরিহার করে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন ক্যাম্পাস চাই। কোনো দমন-পীড়নের মাধ্যমে নয়, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবিলা করতে হবে। সকলের মতের প্রতি সম্মান থাকবে, স্বৈরাচারী হওয়ার পথকে সম্মিলিতভাবে রোধ করতে হবে। ২৪ এর গণঅভ্যুত্থানের স্পিরিট ও শহিদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাহাঙ্গীরনগরের সার্বিক মানোন্নয়ন ও এর পুনর্গঠনে সকল স্টেকহোল্ডারকে এগিয়ে আসতে হবে।”

নেতৃবৃন্দ গণতান্ত্রিক ও সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে জাকসু কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা শুরু হয়। মতবিনিময় সভা চলাকালে কতিপয় শিক্ষার্থী মিটিং রুমে প্রবেশ করে প্রত্যেকের সাংগঠনিক পরিচয় প্রকাশ করতে প্রশাসনকে চাপ প্রয়োগ করেন। এহেন অশোভন আচরণ লক্ষ করে উপ-উপাচার্য (প্রশাসন) মতবিনিময় সভা স্থগিত ঘোষণা করলে উক্ত শিক্ষার্থীরা প্রত্যকের রাজনৈতিক পরিচয় প্রদান করতে বাধ্য করেন। পরবর্তীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিদের পরিচয় প্রকাশ পেয়ে উক্ত শিক্ষার্থীরা হট্টগোল করতে থাকে। ফলে মতবিনিময় সভাটি বন্ধ হয়ে যায়।

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর