শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: দেশের ভারী ও হালকা শিল্প কল-কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীবৃন্দ এ ওয়ার্কশপের আয়োজন করে।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন, ‘যখন কোনো ভারী শিল্প কল-কারখানায় কাজ করা হয়, তখন সেফটি ফার্স্ট। যদি এই সেফটির ট্রেনিং না থাকে, তাহলে আমাদের দক্ষতার ঘাটতি থেকে যাবে। আমি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে বলবো, যখন শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হবে, তখন যেন তাদের ফায়ার সেফটি সংক্রান্ত একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এ জন্য যশোরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।

ওয়ার্কশপে অগ্নি নির্বাপন বিষয়ে বিশেষজ্ঞ বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যখন শিক্ষার্থীরা ভারী ও হালকা শিল্প কল-কারখানায় কর্মজীবনে প্রবেশ করবেন, তখন অগ্নি নির্বাপন শিক্ষা তাদের জন্য একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে। এ জন্য এ ধরনের ওয়ার্কশপ তাদের পেশাগত জীবনে খুবই অপরিহার্য।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘হ্যাজার্ড অ্যান্ড রিস্ক অ্যানালিস্ট’ বিশেষজ্ঞ ড. মো. ইয়াসির আরাফাত খান, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজেশ কুমার চন্দ, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মিজানুর রহমান, যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানে যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেনসহ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাদিকা সাহানী উর্মি ও মো. সিয়ামুল ইসলাম। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে যশোরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা শেখানো হয়।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর