Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাবিপ্রবির প্রকৌশল অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. এস এম কামরুল

হাবিপ্রবির প্রকৌশল অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. এস এম কামরুল

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রকৌশল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম কামরুল হাসান।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এর অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, প্রকৌশল অনুষদের ডিন পদে অধিষ্ঠিত এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মফিজউল ইসলামের ডিন পদের কার্যকাল ১৮ নভেম্বর শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (৫) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্য থেকে আবর্তনক্রম অনুযায়ী ১৯ নভেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম কামরুল হাসানকে প্রকৌশল অনুষদের ডিন পদে নিয়োগ দেয়া হয়।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. এস এম কামরুল হাসান বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষা কার্যক্রম আরো ত্বরান্বিত করার চেষ্টা করবো বিশেষ করে সেশনজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আলোচনা করে অনুষদে টিচার সংকট নিরসনের উদ্যোগ নিবো। আমার ডিন থাকাকালীন সময়ে অনুষদে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। অনুষদের গবেষণা কার্যক্রম কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেটা নিয়েও কাজ করবো।

অধ্যাপক ড. এস এম কামরুল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ২০০৪ সালে ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ফুড টেকনোলজিতে ২০১১ সালে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লিউভেন থেকে আবার স্নাতকোত্তর এবং ২০১৬ সালে ইতালির ফ্রি ইউনিভার্সিটি অফ বলজানো থেকে এই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০২২ সালের ২৩ আগষ্ট থেকে ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।

কামরুল হাসান/এমএ

Exit mobile version